বিপন্ন এলাকায় নীলাদ্রি ও বন্ধুরা

এখনও টাটকা আমফানের স্মৃতি। ২০ মে বাংলায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। তাতে বিপুল ক্ষতির মুখে পড়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা। ঘর বাড়ি ভেঙে গিয়েছে বহু মানুষের। কার্যত ঘরছাড়া হয়ে দিন কেটেছে তাঁদের। এবার সেই সব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নীলাদ্রি ও বন্ধুরা। খাবার সহ নিত্য সামগ্রী নিয়ে শনিবার তাঁরা পাড়ি দেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। নীলাদ্রি সেনগুপ্ত এবং তাঁর বন্ধুরা স্কটিশ চার্চ স্কুলের ১৯৯৫ সালের ব্যাচ। আমফান দুর্গতদের পাশে দাঁড়ালেন তাঁরা। শনিবার সকালে স্টিমারে করে তাঁরা সুন্দরবন যান। মাতলার পাড়ে দাঁড়িয়ে তাঁদের জন্য অপেক্ষা করছিল সারি সারি মাথা। জলকাদা ভেঙে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। তাঁদের হাতে এদিন প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন নীলাদ্রি সেনগুপ্তরা।

Previous articleঅতিবৃষ্টিতে ফাটল ৩১ নম্বর জাতীয় সড়কে, ক্ষতিগ্রস্ত গদাধর নদীর সেতু
Next articleসুশান্তের নামে ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত পরিবারের