Sunday, November 16, 2025

শ্বশুর-শাশুড়ি কেন বাড়িতে? স্বামী পেটালেন ইঞ্জিনিয়ার স্ত্রী!

Date:

শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে ফিরেছেন- এই অজুহাতে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। দাবি এক উচ্চ শিক্ষিত বধূর। আর সেটা না মানায় ইঞ্জিনিয়ার স্বামীর উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন ওই মহিলা। ঘটনাটি সল্টলেকের।

কিন্তু কেন ঘটল এমন ঘটনা? লকডাউনের প্রথমেই বাবা-মাকে বৈদ্যবাটির পৈত্রিক বাড়িতে রেখে আসেন সল্টলেক সেক্টর ফাইভে কর্মরত ওই ইঞ্জিনিয়ার। তাঁর স্ত্রীও ইঞ্জিনিয়ার এবং কর্মরতা। অনলকে ওই ব্যক্তি তাঁর বাবা-মাকে বৈদ্যবাটি থেকে আবার সল্টলেকের বাড়িতে ফিরিয়ে আনেন। এখানেই শুরু হয় গোলমাল। স্ত্রী অভিযোগ করেন, তাঁর শ্বশুর-শাশুড়ি করোনা নিয়ে বাড়িতে ফিরেছেন, সুতরাং অবিলম্বে তাঁদের বাড়ি থেকে বের করে দিতে হবে। শুধু তাই নয়, তাঁর অভিযোগ শ্বশুর-শাশুড়ি থাকলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য বেশি হয়। শ্বশুর-শাশুড়িকে ফিরিয়ে আনার কথা স্ত্রীকে তিনি জানাননি বলে অভিযোগ তুলে স্বামীকে মারধর করেন ওই মহিলা। কিল, চড়, ঘুষি, লাথি এসব তো আছেই, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। স্ত্রীর লাথিতে তাঁর ঠোঁট ফেটে গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি থানায় দ্বারস্থ হলে পুলিশ না কি তাঁকে বলে, বেশিরভাগ এই ধরনের মামলায় আইন মেয়েদের পক্ষে, সুতরাং তাঁকে কোনওরকম সাহায্য করা যাবে না। এই পরিস্থিতিতে পুলিশের উপর ভরসা রাখতে না পেরে তিনি আইনজীবীর দ্বারস্থ হন। তাঁর আইনজীবী অবশ্য জানিয়েছেন, আইনের ছাত্র হিসেবে ঘটনা তাঁর জানা নেই, শুধুই মেয়েদের পক্ষেই আইন থাকবে। দুয়েকটি ব্যতিক্রম আছে ঠিকই, কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন ওই আইনজীবী।
কিন্তু এই পরিস্থিতিতে বাবাকে নিয়ে কোথায় যাবেন এই যুবক? তাদের রাখবেনই বা কোথায়? তাই নিয়ে দিশেহারা তিনি। তবে এই বিষয়ে অভিযুক্ত স্ত্রীর কোন বয়ান মেলেনি।

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version