৫ জুলাই থেকে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন! এই রাজ্যে কার্যকর  

বেড়ে চলেছে সংক্রমণ। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে বিধি নিষেধ থাকলেও কাজের জন্য মানুষকে বাইরে বেরোতেই হচ্ছে। তবে ছুটির দিন, রবিবার যেন সেভাবে লোকে বাইরে বেরিয়ে জমায়েত না করেন। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে কর্ণাটক সরকার ।


এই কারণে এবার থেকে রবিবার সম্পূর্ণ লকডাউন। ৫ জুলাই থেকে এই নির্দেশ কার্যকরী হবে। জরুরী বা অপরিহার্য পরিষেবাতে শুধুমাত্র মিলবে ছাড়৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই বিষয় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷
সরকারি সব অফিসও হবে ৫ দিন৷ শনিবার থাকবে বন্ধ৷ এই নিয়ম শুরু হবে ১০ জুলাইয়ের পর থেকে৷ রাজ্যে কারফিউ রাত ৯ বদলে শুরু হবে রাত ৮ থেকে, চলবে ভোর ৫টা পর্যন্ত৷