১০ বছরে কতটা বদলালো সূর্য? ভিডিও প্রকাশ নাসার

গত ১০ বছরে সূর্যের কতটা পরিবর্তন হয়েছে, তার একটি ক্ষণিক মুহূর্ত তুলে ধরেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছের ভিডিও এটাই৷

‘আ ডিকেড অফ সান’ নামে একটি ভিডিও নাসার তরফে শেয়ার করা হয়েছে৷ সেই ভিডিও অনুযায়ী মাত্র এক ঘণ্টার মধ্যে দশ বছরের কর্মকাণ্ড ধরা পড়েছে সংস্থার সোলার ডাইনামিকস অবজার্ভেটরি-তে। পৃথিবীকে পরিক্রমণ করার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২.৫০ কোটি রেজোলিউশনে তুলেছে এসডিও উপগ্রহ।

নাসার বিজ্ঞানীদের অনুমান,১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে থাকে। উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেখানে সেই চক্রে ৬১ মিনিটের মধ্যে প্রায় এক দশকের কাজ করে ফেলেছে সূর্য।

Previous article“এটা কেমন চৌকিদারি হচ্ছে?” প্রধানমন্ত্রীকে তোপ কংগ্রেস নেতা কপিল সিব্বলের
Next articleবৃষ্টিতে আর বাতিল হবে না ম্যাচ! বিশ্বের প্রথম হাইটেক ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে