Wednesday, August 20, 2025

একা নাগারে তুমুল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। বঙ্গে গ্রীষ্মে এই ছবি চেনা হলেও বর্ষায় এত বজ্রপাত দেখা যায় না। রবিবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাধিক এলাকা।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, সাধারণত কালবৈশাখীর সময় বড় বড় মেঘ দেখা যায়। কিন্তু বর্ষাকালে এই চিত্র বিরল। কিন্তু কেন প্রবল বজ্রপাত? আবহবিদরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের নীচের ও উপরের স্তরে তাপমাত্রার অনেক ফারাক ছিল। ফলে জলীয় বাষ্প দ্রুত ঘনীভূত হয়ে মেঘের আকার বেড়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুধু কলকাতা নয়। গাঙ্গেয় বঙ্গের আকাশে একাধিক বজ্রগর্ভ মেঘের জেরে এই বৃষ্টি হয়েছে। এক-একটি মেঘপুঞ্জের উচ্চতা ৭-৯ কিলোমিটার। আর তা থেকেই বৃষ্টির সঙ্গে ঘনঘন বাজ পড়েছে। গণেশকুমার দাস বলেন, “মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ধীরে ধীরে দক্ষিণে আসছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে ঢুকছে মৌসুমি বায়ু। জলীয় বাষ্পপূর্ণ হাওয়া অক্ষরেখার প্রভাবে ঘনীভূত হয়ে বজ্রমেঘ তৈরি করেছে।”

রবিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আলিপুরে ১৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার একাংশেও বৃষ্টিপাত হয়েছে। দেড় ঘণ্টার বৃষ্টিতে দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, দমদম ক্যান্টনমেন্ট এবং শহরতলির অন্যান্য এলাকায় অনেক ঘরে ও দোকানে জল ঢুকেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম, পাতিপুকুর আন্ডারপাস, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট, উত্তর বন্দর থানা লাগোয়া এলাকা, হাইল্যান্ড পার্ক ও অজয়নগর সার্ভিস রোডে জল জমেছে।

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version