১ জুলাই থেকে রাজ্যে শুরু টেলিমেডিসিন: মমতা

টেলিমেডিসিনকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেছেন,” যাঁরা এখন হাসপাতাল যেতে পারছেন না, চেম্বারে ডাক্তার পাচ্ছেন না, তাঁরা ফোনে পরামর্শ নিতে পারবেন। সব জেলার আলাদা ফোন নম্বর থাকবে। ১ জুলাই বেলা বারোটা থেকে শুরু হবে কাজ। পরিকাঠামো পুরো চালু হতে একটু সময় লাগবে। তাই প্রথমেই সবাই ফোন না করে একটু দুএকদিন সময় দিয়ে করুন।”

Previous articleসোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করে বিপাকে বেলি ডান্সার
Next articleমিথ্যাচার করছেন সীতারমন, যুক্তি দিয়ে বললেন ক্ষুব্ধ অর্থমন্ত্রী অমিত মিত্র