রাজ্যের আপত্তি-প্রস্তাব জানিয়ে কেন্দ্রকে চিঠি, জানালেন মমতা

আগামী দু সপ্তাহ হটস্পট থেকে কোনও বিমান না আসার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিবের রাজীব সিনহা। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের ভিতর বিমান চলাচলে তাঁর কোনো আপত্তি নেই। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিমান চলাচল করছে সেটা সপ্তাহে একদিন এলে সুবিধা হয়। পাশাপাশি, যেসব জায়গায় সংক্রমণ খুব বেশি সেসব জায়গা থেকে আপাতত উড়ান বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন মমতা। কারণ, সেই বিমানগুলিতে অসমরিক পরিবহন মন্ত্রক নজরদারি করছে না। ফলে অনেক করোনা রোগীও বিমানে করে রাজ্যে আসছেন। এই বিষয়গুলি জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মেট্রো চালানোর যে প্রস্তাব রাজ্য দিয়েছিল তাতে মেট্রো জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে এখনই তাদের পক্ষে ট্রেন চালানো সম্ভব নয়। তবে শুধুমাত্র জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের জন্য মেট্রো চালানো যেতে পারে। সেটা যাতে দ্রুত করা হয় সেই জন্য রাজ্যের তরফ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে তিনি জানান, পয়লা জুলাই থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত বাণিজ্য চালু করা হচ্ছে।

Previous articleপেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মান্নানের
Next articleবেনজির বঙ্গসন্তান, সোনার ছেলের সোনার পদক