এবার ঘরে বসেই করতে পারবেন মেট্রোর স্মার্টকার্ড রিচার্জ

কলকাতা শহরে ঠিক কবে থেকে মেট্রোর চাকা ঘুরবে জানা নেই। তবে তার আগেই নিত্যযাত্রীদের জন্য সুখবর নিয়ে এলো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার আর বুকিং কাউন্টারে লম্বা লাইন নয়, যাত্রীরা ঘরে বসেই করতে পারবেন মেট্রোর স্মার্টকার্ড রিচার্জ।

করোনা আবহে সামাজিক দূরত্ব বিধি রক্ষা করতেই এবার এমন উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের ওয়েবসাইটে গিয়ে মিলবে অনলাইনে স্মার্ট কার্ড রিচার্জ করার অপশন। শুধু সামাজিক দূরত্ব রক্ষাই নয়, এর ফলে যাত্রীদের সময়ও বাঁচবে।

Previous article“কেউ আমার কিছু করতে পারবে না,” বাবা-ছেলে মৃত্যুকাণ্ডে দাবি অভিযুক্ত পুলিশের
Next articleআনলকে মানা হচ্ছে না সুরক্ষা বিধি, মানলেন মোদি