অ্যাপ নিষিদ্ধ করার ‘বদলা’ নেওয়ার পথে চিন

ভারত চিনের অ্যাপ নিষিদ্ধ করার ‘বদলা’য় নেমেছে বেজিং৷ চিন মোটামুটি দু’ধরনের প্রত্যাঘাতের পথে হেঁটে স্বল্প ও দীর্ঘ মেয়াদের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে৷

প্রথমত, সমস্ত ভারতীয় নিউজ চ্যানেল এবং মিডিয়া ওয়েবসাইটগুলি আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে চিন৷ তবুও VPN-এর সাহায্য নিয়ে ভারতের চ্যানেলগুলির লাইভ টিভি দেখা যেত৷ এবার সরকারি নির্দেশে VPN-ও ব্লক করেছে চিন৷

দ্বিতীয়ত, চিনের সরকারি সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ স্পষ্ট জানিয়েছে, ভারত সরকারের এই সিদ্ধান্ত ‘আবেগতাড়িত’ এবং ‘শিশুসুলভ’৷ এর ফলে
ভারত নিজের পায়েই কুড়ুল মেরেছে৷ এই পদক্ষেপে ভারতীয় অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে৷ সেই ক্ষতি সামলাতে পারবে না ভারত৷ ভবিষ্যতে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আর কোনও স্টার্টআপ সংস্থায় চিনা বিনিয়োগ আসবে না৷

বেজিংয়ের ভারতীয় দূতাবাসের একটি সূত্র জানাচ্ছে, এখন শুধুই IP TV- এর মাধ্যমে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে৷ নিষিদ্ধ ঘোষণা করা কোনও ওয়েবসাইট VPN-এর মাধ্যমে দেখা যায়৷ কিন্তু VPN যাতে কাজ না করে তার জন্য অ্যাডভান্সড ফায়ারবল তৈরি করেছে চিন৷ এর ফলে শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, BBC এবং CNN-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও ঝাড়াই বাছাই করে সম্প্রচারিত করছে চিন৷
চিন বিরোধী বিক্ষোভ বা এ সংক্রান্ত কোনও খবর এই সংবাদমাধ্যমগুলিতে দেখানো হলেই ততক্ষণাৎ তা ব্ল্যাক আউট হয়ে যায়৷ চিন বিরোধী খবর দেখানো বন্ধ হওয়ার পরই ফের সংবাদমাধ্যমগুলি দেখা যায়৷

গালওয়ানে ভারত এবং চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল৷ তার মাঝেই সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং দেশের নিরাপত্তার যুক্তি দিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে৷ এ ব্যাপারে ভারতের যুক্তি, এই চিনা অ্যাপগুলির সার্ভার ভারতের বাইরে রয়েছে৷ যার মাধ্যমেম ইউজারদের তথ্য চুরি করা হচ্ছে৷
চিন সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া না দিলেও ওদেশের সংবাদমাধ্যম বলছে, আমেরিকাকে নকল করে ভারত এই কাজ করেছে৷

Previous articleভারতের এলাকাকে নিজেদের বলে দাবি করায় নেপালের সঙ্গে ব্যবসা বন্ধ করলো বাঙালি ব্যবসায়ীরা
Next articleসভায় কেন বহিষ্কৃত নেতা? ক্ষুব্ধ তৃণমূলের কোচবিহারের জেলা নেতৃত্ব