তৎকাল টিকিট বুকিং চালু করল রেল

ভারতীয় রেল চালু করল যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা।

সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে।

যাত্রীদের যেকোনো জায়গায় যাওয়ার ঠিক ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করতে হবে৷ যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না রিফান্ড৷

রেলের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে৷

Previous articleআমিরের বাড়িতে করোনার হানা
Next articleBig Breaking: নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত করোনা আক্রান্ত