হুল দিবসে ধামসা বাজিয়ে একতার বার্তা শুভেন্দুর

সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে হুল দিবসে একতার বার্তা দিলেন রাজ্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার লালগড়ের রামগড়ে খাস জঙ্গল সিধু কানহ গাঁওতার উদ্যোগে আয়োজিত হুল দিবসের অনুষ্ঠানে ধামসা বাজান শুভেন্দু। সবাইকে একসঙ্গে থেকে জঙ্গলমহলের শান্তি বজায় রাখার ডাক দেন তিনি।

তিনি বলেন, যাঁরা ভাল কাজ করেন, তাঁদের সহযোগিতা করবেন। হুল দিবস উপলক্ষ্যে এলাকার ২২ জন মাজিকে সংবর্ধনা দেওয়া হয়।
খাস জঙ্গল এলাকার দশটি সাংস্কৃতিক দলকে ধমসা, মাদল উপহার দেন শুভেন্দু।
তিনি বলেন, জঙ্গলমহলের অশান্তি এখন অতীত। এখন সবাইকে মিলেমিশে এলাকার শান্তি রক্ষর পরামর্শ দেন মন্ত্রী।

Previous articleকার্গিল দখলের ছায়া লাদাখে?
Next articleপ্যাংগংয়ের বিতর্কিত এলাকায় নিজেদের নাম 中国 লিখে দিলো চিন