Thursday, August 28, 2025

“পথের পাঁচালী” করতে গিয়ে সত্যজিৎ বেঁচে দিয়েছিলেন স্ত্রী বিজয়া রায়ের সব গয়না, জীবনবিমার পলিসি, নিজের দুষ্প্রাপ্য গানের রেকর্ডের সংগ্রহ। কিন্তু সব যোগ করেও ফিল্ম তৈরির রসদ জোগাড় হল না।

এমন সময় এগিয়ে এলেন মুশকিল আসান- ডঃ বিধানচন্দ্র রায়।
সত্যজিৎ রায় যখন বহুমূল্য অনেক কিছু বিক্রি করেও টাকার জোগাড় করে উঠতে পারছেন না, তখন সত্যজিতের মা চিন্তায় পড়ে গেলেন। সোজা দেখা করলেন বন্ধু তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের সঙ্গে। বিধান রায় সব শুনে সত্যজিতের মাকে বলেন, “কাল তুমি ছেলেকে একবার আমার কাছে পাঠাও। দেখি কিছু করা যায় কি না!” ফিল্ম তৈরি করতে তখনও পর্যন্ত ভারত সরকার বা কোন রাজ্য সরকার টাকা দেয়নি। সরকার কী করে চলচ্চিত্র প্রযোজনা করবে? আইনে যে আটকে যাবে কি? এত-শত ভেবেও বন্ধুর ছেলেকে পরের দিন আসতে বলে দিলেন বিধান রায়।
পরদিন সত্যজিৎ রায় গেলেন মুখ্যমন্ত্রীর কাছে। বিধান রায় ছোট করে গল্প শুনতে চাইলেন।
সত্যজিৎ রায় গল্প বললেন। শোনার পরে বিধান রায় বললেন, “সবই তো ঠিক আছে কিন্তু সরকার কী করে ফিল্ম তৈরি করতে টাকা দেবে? আজ পর্যন্ত ভারত সরকার বা কোনো রাজ্য সরকার ফিল্ম প্রযোজনা করেনি। কী করে সম্ভব !”
এরপর বিধান রায় চিফ সেক্রেটারিকে ডেকে বললেন, “দ্যাখো কিছু টাকাপয়সা দেওয়া যায় কি না! চেনো ওকে? সুকুমার রায়ের ছেলে, উপেন্দ্রকিশোরের নাতি — সত্যজিৎ রায়”।
চিফ সেক্রেটারিও চিন্তিত সরকার কী করে টাকা দেবে! বিধান রায় মজা করে বলেন, “কী বিলেতে আইসিএস পড়ে এলে? আরে বাবা, আইনও আছে, আইনের ফাঁকও আছে।”
এবার সত্যজিতের দিকে তাকিয়ে বললেন, “গল্পের শেষটা একটু পাল্টে গ্রামের পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নের কথা বলে একটু সরকারি প্রচার করো।”
সত্যজিত বিস্মিত! এ কী বলছেন বিধান রায়! “আমার ছবি সরকারের কাজের প্রচার করবে? অসম্ভব”! সত্যজিৎ উঠে নমস্কার জানিয়ে বলেন, “ছবির গল্প পাল্টানো সম্ভব নয়। আমায় ক্ষমা করুন। ছবি নিয়ে কোনও কম্প্রোমাইজ আমি করতে পারব না। আমি আসছি।”
বিধান রায় এবার হেসে বললেন, “আরে বোসো বোসো, তোমার মনোভাবটা একটু জাজ করছিলাম। বাড়ি যাও। খাও। ঘুমোও। সরকার টাকা দেবে।”
পরদিন সত্যজিতকে আবার ডেকে পাঠান বিধান রায়। বললেন, “শোনো, সরকারের গ্রাম উন্নয়ন খাত থেকে এই টাকা দেওয়া হবে। কোনো প্রচার করতে হবে না।”
“পথের পাঁচালী” সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ৭০ হাজার টাকার মতো। ১৯৫৯ সালেই এ ছবি ১২ লক্ষ টাকা লাভ করেছিল!
‘বীণা’ সিনেমা হলে বিধান রায় ছবি দেখে বলেছিলেন, “দারুণ ফিল্ম বানিয়েছো হে!” মজা করে না কি বলেছিলেন, “অস্কার না পেয়ে যাও!” তাই হয়েছিল। কথা ফলে গিয়েছিল। লাইফ টাইম অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সত্যজিৎ রায়।
আর “পথের পাঁচালী” তৈরির ইতিহাসে বিভূতিভূষণ, সত্যজিৎ রায়ের সঙ্গে জুড়ে যায় বিধানচন্দ্র রায়ের নামও।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version