Tuesday, May 20, 2025

ডক্টর’স -ডে: রাজ্যজুড়ে দিনভর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা-সম্মানে স্মরণ

Date:

আজ, à§§ জুলাই, ডক্টর’স -ডে বা চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৩৮তম জন্মদিবস ও ৫৮তম প্রয়ান দিবস। আর তাঁকে শ্রদ্ধায়-সম্মানে স্মরণ করতে এই দিনটি ডক্টর’স -ডে হিসেবে পালিত হয়ে আসছে। করোনা আবহে আবার যা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ডক্টর’স -ডে উপলক্ষ্যে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে বিধান চন্দ্র রায়কে সম্মান জানাতে এবং করোনা যোদ্ধা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপনে রাজ্যজুড়ে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কিংবদন্তি চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন ও আইএমএ ভবনে তাঁর মূর্তিতে মাল্যদান এবং তারপর এনআরএস মেডিক্যাল কলেজে নানা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এনআরএস-এ আবার রাজ্যের কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছে।

এদিকে ডব্লুবিডিএফ, এএইচএসডি, এসডিএফ-সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন এই উপলক্ষে ডাক্তারদের ন্যায্য দাবিদাওয়া পূরণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।

ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলও (সিএবি) বিধানচন্দ্র রায়ের জন্ম ও তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার এক পাঁচতারা হোটেল এদিন চিকিৎসকদের সম্মান ও সংবর্ধনা জানাবে একটি সংস্থা। আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই প্রদেশ কংগ্রেস ভবনে বিধানচন্দ্র রায়কে সম্যান জানাতে নানা অনুষ্ঠান পালিত হবে। উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিধান ভবনের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ করা হয়েছে বাম শীর্ষ নেতৃত্বকেও।

একইভাবে হরিশ মুখার্জি রোডে একটি রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়াও কেওড়াতলা মহাশ্মশানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান দান করে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version