Tuesday, May 20, 2025

নিউটাউনের এলাহি ফ্ল্যাটে দিলীপ, দিন পেরোতে না পেরোতেই নোটিশ ফ্ল্যাটের মালিককে

Date:

বলা ভাল বারো ঘর এক উঠোন। বিজেপি রাজ্য সভাপতি নিউটাউনের যে বিশাল ফ্ল্যাটে উঠে গিয়েছেন, এখন সেই ফ্ল্যাটকে এই নামের ট্যাগ দিয়েছে রাজনৈতিক মহল। তবে শুভ যাত্রার ২৪ ঘন্টা পেরতে না পেরতেই সেই ফ্ল্যাটের মালিককে নোটিশ ধরাল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ। নির্দেশ, বাড়ির কাগজপত্র, দলিল, নকশাসহ কাল, বৃহস্পতিবার অফিসারের সঙ্গে দেখা করতে হবে। হঠাৎ কেন নোটিশ? বিজেপি বলছে এতদিন ফ্ল্যাট রয়েছে, কোনও সমস্যা হয়নি, এখন কেন হলো? রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, এখানে প্রতিহিংসার কী হলো? এটা কো-ইন্সিডেন্ট হতেই পারে। ফ্ল্যাটের মালিকের কাগজপত্র নিশ্চিত আছে। তিনি দেখাতে পারলেই তো সমস্যা মিটে যাবে।

কিন্তু কে এই ফ্ল্যাটের মালিক? বিজেপি রাজ্য সভাপতি যে ফ্ল্যাটে গিয়েছেন তিনি শহরের এক নামকরা নার্সিংহোমের মালিকও। আগে তিনি নিজে থাকতেন। এখন ছেড়ে দিয়েছেন দিলীপকে। ১২টি ঘর, কনফারেন্স হল, তিনটি রান্নাঘর, বারান্দা নিয়ে এলাহি ব্যাপার। সেই নার্সিংহোমের মালিকের সৌজন্যে দিলীপ থাকবেন বিনা ভাড়ায়। দিলীপের বাসা বদল হলো বেশ কয়েকবার। প্রথমে বেলেঘাটা থেকে নিউটাউন। তারপর সল্টলেক থেকে ফের নিউটাউন। এবার নিউটাউনের জ্যোতিভিম এলাকার এই আবাসনের ৬তলায়। দিলীপ বলছেন, জায়গার অভাব হচ্ছিল। ১৮জন নিরাপত্তারক্ষীর থাকার সমস্যা হচ্ছিল। সেই সঙ্গে বাড়ির বিদ্যুতের মিটার কমার্সিয়াল হওয়ায় বিলও লম্বা-চওড়া হচ্ছিল। কিন্তু রাজনৈতিকমহলের প্রশ্ন, একজন ব্যবসায়ী কেন বিনা ভাড়ায় রাজ্য বিজেপি সভাপতিকে থাকতে দিলেন? এ নিয়ে নানা ব্যাখ্যা এবং অনুসন্ধান চলছে। দিলীপ অবশ্য এসব সমালোচনা ফুৎকারে উড়িয়ে বলেছেন, যে যা ভাবছে, বলছে বলুক। পারলে কিছু করে দেখাক।

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version