Monday, November 17, 2025

নিউটাউনের এলাহি ফ্ল্যাটে দিলীপ, দিন পেরোতে না পেরোতেই নোটিশ ফ্ল্যাটের মালিককে

Date:

বলা ভাল বারো ঘর এক উঠোন। বিজেপি রাজ্য সভাপতি নিউটাউনের যে বিশাল ফ্ল্যাটে উঠে গিয়েছেন, এখন সেই ফ্ল্যাটকে এই নামের ট্যাগ দিয়েছে রাজনৈতিক মহল। তবে শুভ যাত্রার ২৪ ঘন্টা পেরতে না পেরতেই সেই ফ্ল্যাটের মালিককে নোটিশ ধরাল নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ। নির্দেশ, বাড়ির কাগজপত্র, দলিল, নকশাসহ কাল, বৃহস্পতিবার অফিসারের সঙ্গে দেখা করতে হবে। হঠাৎ কেন নোটিশ? বিজেপি বলছে এতদিন ফ্ল্যাট রয়েছে, কোনও সমস্যা হয়নি, এখন কেন হলো? রাজনৈতিক প্রতিহিংসা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, এখানে প্রতিহিংসার কী হলো? এটা কো-ইন্সিডেন্ট হতেই পারে। ফ্ল্যাটের মালিকের কাগজপত্র নিশ্চিত আছে। তিনি দেখাতে পারলেই তো সমস্যা মিটে যাবে।

কিন্তু কে এই ফ্ল্যাটের মালিক? বিজেপি রাজ্য সভাপতি যে ফ্ল্যাটে গিয়েছেন তিনি শহরের এক নামকরা নার্সিংহোমের মালিকও। আগে তিনি নিজে থাকতেন। এখন ছেড়ে দিয়েছেন দিলীপকে। ১২টি ঘর, কনফারেন্স হল, তিনটি রান্নাঘর, বারান্দা নিয়ে এলাহি ব্যাপার। সেই নার্সিংহোমের মালিকের সৌজন্যে দিলীপ থাকবেন বিনা ভাড়ায়। দিলীপের বাসা বদল হলো বেশ কয়েকবার। প্রথমে বেলেঘাটা থেকে নিউটাউন। তারপর সল্টলেক থেকে ফের নিউটাউন। এবার নিউটাউনের জ্যোতিভিম এলাকার এই আবাসনের ৬তলায়। দিলীপ বলছেন, জায়গার অভাব হচ্ছিল। ১৮জন নিরাপত্তারক্ষীর থাকার সমস্যা হচ্ছিল। সেই সঙ্গে বাড়ির বিদ্যুতের মিটার কমার্সিয়াল হওয়ায় বিলও লম্বা-চওড়া হচ্ছিল। কিন্তু রাজনৈতিকমহলের প্রশ্ন, একজন ব্যবসায়ী কেন বিনা ভাড়ায় রাজ্য বিজেপি সভাপতিকে থাকতে দিলেন? এ নিয়ে নানা ব্যাখ্যা এবং অনুসন্ধান চলছে। দিলীপ অবশ্য এসব সমালোচনা ফুৎকারে উড়িয়ে বলেছেন, যে যা ভাবছে, বলছে বলুক। পারলে কিছু করে দেখাক।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version