বেতন ও বৃদ্ধি: লকডাউনে নজির গড়ল জে এন রায় হাসপাতাল

শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, এই লকডাউনের সঙ্কটে সার্বিক নজির গড়ল জে এন রায় হাসপাতাল।

চারদিকে যখন কর্মিছাঁটাই, বেতনসংকোচনের দুঃসংবাদ, তখন উত্তর কলকাতার এই হাসপাতাল প্রতি কর্মীকে পুরো বেতন দিয়ে চলেছে। এমনকি লক ডাউনে যাদের নিয়মিত আসতে হয়নি, তাদেরও দিয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে বার্ষিক ইনক্রিমেন্টও দিল তারা। লক ডাউনে যা কার্যত নজির। হাসপাতালের দুই পরিচালক সজল ঘোষ ও শুভ্রাংশু ভক্ত এই সিদ্ধান্ত নিয়েছেন। সজল বলেন,” কর্মীরা হাসপাতালের সম্পদ। সংস্থার জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতার পেছনে তাঁদের অবদান অসীম। তাই চারপাশে অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, কর্মীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়াটা আমাদের নীতি।”

 

Previous articleদিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিজেপির মিছিল, গ্রেফতার অনুপম
Next articleএবার ১৫১ সুপার ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দায়িত্ব প্রাইভেট সংস্থাকে দিচ্ছে রেল