Thursday, May 8, 2025

সীমান্তের মানচিত্র বদলের দাবি চিনের, দু’দেশের তৃতীয় বৈঠকও নিস্ফলা

Date:

জট কাটা তো দূরের কথা, উল্টে পূর্ব লাদাখে দু’দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করে মানচিত্র বদলের দাবি জানিয়েছে চিন৷

পূর্ব লাদাখের চুসুল- মলডো সীমান্তে মঙ্গলবার বৈঠকে বসেছিল ভারত – চিন৷ প্রায় à§§à§§ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলেছে দু’পক্ষের। সেনা- সূত্রের খবর, বৈঠকে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে দু’পক্ষই যাতে সেনা প্রত্যাহার করে, সেই আলোচনার জন্যই তৃতীয়বার বৈঠকে বসেছিল ভারত-চিন।
এর আগে দু’বার একই ইস্যুতে বৈঠকে বসেও ফল আসেনি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি না।এদিনও ফের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চিনের তরফে বৈঠকে ছিলেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ অঞ্চলের কম্যান্ডার জেনারেল লিউ লিন।

সূত্রের খবর, এই বৈঠকে চিনের তরফে পূর্ব লাদাখে দুই দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করার জোরালো দাবি জানানো হয়। স্বাভাবিকভাবেই এই দাবি মানেননি লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনারা ভারতীয় ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিতে চাইছে। এ প্রস্তাব ভারতের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।

বৈঠকে ভারত স্পষ্ট করে জানিয়েছে, সীমান্তে চিনকে এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, চিনের দাবি, তারা গালওয়ান থেকে কিছুতেই সেনা প্রত্যাহার করবে না।
পাশাপাশি চিনা-দাবি, প্যাংগং লেক এলাকা থেকে ভারতীয় সেনাকে কমপক্ষে ২-৩ কিমি পিছিয়ে যেতে হবে। এই প্রস্তাবের অর্থ, প্যাংগংয়ের কাছে ফিঙ্গার ৪ থেকেও পিছিয়ে আসতে হবে ভারতীয় সেনাকে। যা ভারতের পক্ষে মানা সম্ভব নয়।

দীর্ঘ আলোচনার পরও নিজেদের দাবিতে অনড় দুই দেশ। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান বেরিয়ে আসেনি৷ তবে এ ধরনের আলোচনা চলবে বলে জানা গিয়েছে।

⬛ বৈঠকে ভারতের বক্তব্য :

🔺প্যাংগং ও গালওয়ান উপত্যকায় দখল করা জমি ছাড়তে হবে চিনকে৷

🔺ফিঙ্গার ৮ থেকে ৪ পর্যন্ত এলাকায় অনুপ্রবেশ করা চিনা সেনাকে ফিরে যেতে হবে৷

🔺গালওয়ান উপত্যকার একাংশে চিনের সামরিক প্রস্তুতি নিয়ে আপত্তি জানায়।

🔺 গালওয়ান ও গোগরা হট স্প্রিং এলাকা থেকে চিনকে সরতে হবে৷

🔺 সীমান্তে চিনকে এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরিয়ে দিতে হবে।

⬛ চিনের বক্তব্য:

🔻 পূর্ব লাদাখে দুই দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করতে হবে৷

🔻 গালওয়ান থেকে কিছুতেই সেনা প্রত্যাহার করা সম্ভব নয়৷

🔻প্যাংগং লেক এলাকা থেকে ভারতীয় সেনাকে কমপক্ষে ২-৩ কিমি পিছিয়ে যেতে হবে।

🔻 লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কমাতে হবে৷

🔻 ফিঙ্গার ৬ পর্যন্ত চিন ফিরে যেতে রাজি, সে ক্ষেত্রে ভারতের সীমান্ত ফিঙ্গার ২-তেই শেষ হযে যাবে।

সব মিলিয়ে সীমান্তে অচলাবস্থা কাটেনি। যদিও দিল্লির মতে, এত সহজে মিটবে না, তা জানাই ছিলো।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version