ফের বিহারে প্রবল বজ্রপাত। বৃহস্পতিবার এ ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন। ২৫ জুন ৯২ জনের মৃত্যুর খবর মিলেছিল। ফের এদিন আবার বজ্রপাতে প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন।

বৃহস্পতিবার পাটনাতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। পুর্ব চম্পারণে ৪ জনের, সমস্টীপুরে ৩ জনের ও শিবহরে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও কাতিহারে ৩ জন ও মধেপুরায় এক জনের মৃত্যু হয়েছে। পশ্চিম চম্পারণে ২ জন ও পুর্ণিয়ায় ১ এবং ঔরঙ্গাবাদেও ১ জনের মৃত্যুর খবর মিলেছে।
কয়েকদিন আগেই তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করেছিল বিহার। ঝড়বৃষ্টির জেরে লন্ডভন্ড হয়ে উঠেছিল গোটা রাজ্য। তখন শুধুমাত্র গোপালগঞ্জেই মৃত্যু হয়েছিল ১৩ জনের। মোট মৃত্যু ৯০ ছাড়িয়েছিল।
