সাধারণের পকেটে টান, চিনের তালে তাল মিলিয়ে বিপাকে কাঠমান্ডু

ভারতের সঙ্গে শত্রুতা করার ফল ভুগছে নেপাল। প্রতিবেশী দেশে নুনের দাম বেড়ে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা। চিনের সঙ্গে হাত মিলিয়ে সমস্যায় পড়েছে কাঠমান্ডু।

ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করেছে নেপাল। শুধু তাই নয়, সংশ্লিষ্ট জায়গাগুলিকে নয়া মানচিত্রে স্থান দিয়েছে নেপাল সরকার। দেশের নাগরিকদের ভারতে এবং ভারতের নাগরিকদের নেপালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সেদেশের সরকার। সিল করা হয়েছে সীমান্ত। যার ফলে নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। নুনের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ টাকা। আবার এক লিটার সরষের তেলের দাম হয়েছে ২৫০ টাকা।

প্রসঙ্গত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল নেপাল। সে দেশের সরকারের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলের বাণিজ্য ধাক্কা খেয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে নেপাল এবং ভারতের মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লক্ষ টাকা।

Previous articleবিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, চাকরি গেল পাইলটের !
Next articleবিহারে ফের বজ্রপাত! প্রাণ হারালেন কমপক্ষে ২৩ জন