ভারতে করোনার গ্রাফ উর্ধমুখী। এবার দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ১৯ হাজার ১৪৮ জন। ফলে সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪ হাজার ৬৪১। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৩৪ জনের। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৮৩৪ জনের। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৯৪৭ জন। করোনা জয় করে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৮৫৯।
