Sunday, November 16, 2025

দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হুঙ্কার ছাড়লেন রাজ্য বিজেপি সভাপতি। নিউটাউনে নতুন বাসভবনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারের উদ্দেশে একের পর এক তোপ দাগলেন। হুঁশিয়ারি দিয়ে বললেন, “বদলা নেব। ঠিক সময়েই দেখতে পাবেন। কাউকে বলে নেব না।”

গতকাল নিউটাউনে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে ছেড়ে কথা বলবেন না দিলীপ ঘোষ। সময় হলেই হিসেব নেবেন। তার বক্তব্য, “প্রতিদিন আক্রমণ করা হচ্ছে। গতকালই পাশের পাড়ায় হয়েছে। রাজ্য সমাধান চায় না, আমরা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাইব। আরাবুলের অপকীর্তি নতুন করে বলার কিছু নেই!”

হুঙ্কার ছাড়ার পাশাপাশি এদিন একাধিক অভিযোগ করে তিনি বলেন, “রেশন নিয়ে দলাদলি। মারপিট। এখনও সুন্দরবনে জল, আলো পৌঁছায়নি। তৃণমূলের অন্যায়, দুর্নীতি নিয়ে ২০ লাখ মানুষ আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। ত্রাণ দুর্নীতি নিয়ে অভিযোগ পেয়েছি। হাহাকার করছে মানুষ।”

একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কোনও বিজেপি কর্মীও যদি আমফান ত্রাণ নিয়ে দুর্নীতি করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “বিজেপি কর্মীরা ত্রাণ নিয়ে দুর্নীতি করেছে কিনা জানা নেই। আমি চাই তদন্ত হোক। যদি করে থাকে শাস্তি পাবে।”

একইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি এদিন
বলেন, “সারা পশ্চিমবাংলা বোমা-বন্দুকের কারখানা হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ বারুদের স্তূপের উপর রয়েছে। মানুষ বিপন্ন করা। ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ ব্যবস্থা নিক।”

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version