আমফানে ক্ষতিগ্রস্তদের ফর্ম জমা দেওয়া ঘিরে হুড়োহুড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ভিড়ের চেপে আহত বেশ কয়েকজন মহিলা। বৃহস্পতিবার, বিডিও অফিসের সামনে আবেদনকারীরা ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হন অনেক। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কুলতলির এলাকার বিডিও অফিসে।
রাজ্য সরকারের তরফে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজই চলছিল দক্ষিণ ২৪ পরগনার আমফান বিধ্বস্ত এলাকা কুলতলিতে। সেখানে অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
