Tuesday, May 13, 2025

ভারতে বিপুল বিনিয়োগের পিছনে চিনের আসল উদ্দেশ্য কী? তদন্তের দাবিতে চিঠি

Date:

ভারতে একসঙ্গে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ধাক্কায় অান্তর্জাতিক বাণিজ্যিক তথা রাজনৈতিক মহলে তোলপাড়। একদিকে প্রবল অস্বস্তিতে বেজিং এবং অন্যদিকে ভারতের বিরাট বাজার হাতছাড়া হওয়ার আশঙ্কায় চাপে চিনা বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এই পরিস্থিতিতে এতদিন ধরে এদেশে হয়ে চলা চিনের বিপুল বিনিয়োগের কারণ খতিয়ে দেখার দাবি তুলল এদেশের বণিক সংগঠন সিএআইটি (কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স)। ভারতীয় স্টার্টআপ সংস্থা ওলা, ফ্লিপকার্ট, পেটিএম, সুইগি, ওয়ো, জোমাটো, পলিসি বাজারের মত বহু সংস্থায় বিপুল পরিমাণে চিনা লগ্নি রয়েছে। সেই সব বিনিয়োগের পিছনে চিনের আসল লক্ষ্য কী? এর পিছনে কি চিনের কোনও সুদূরপ্রসারী চক্রান্ত রয়েছে? এই প্রশ্ন তুলে কেন্দ্রের কাছে তদন্তের আবেদন জানাল ব্যবসায়ী সংগঠন সিএআইটি। সংস্থাটি ইতিমধ্যেই এই আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের কাছে।

সিএআইটি-র পক্ষে চিঠিতে বলা হয়েছে, আলিবাবা, টেনসেন্ট এবং অন্যান্য বেশ কয়েকটি চিনা সংস্থা ভারতে বিপুল পরিমাণে অর্থ লগ্নি করেছে। এই বিনিয়োগের পিছনে চিনের অন্য কোনও গভীর উদ্দেশ্য আছে কীনা অবিলম্বে তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ব্যবসায়ীদের এই সংগঠন সিএআইটি-র সঙ্গে দেশের প্রায় সাত কোটি ব্যবসায়ী এবং চল্লিশ হাজার ব্যবসায়ী সংগঠন যুক্ত রয়েছে।

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version