ফি মুকুবের দাবিতে বিক্ষোভ সল্টলেকের বেসরকারি স্কুলে

ফি মুকুবের দাবিতে বিক্ষোভ অব্যাহত। শুক্রবার সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের বিক্ষোভ দেখান অভিভাবকরা। জানা গিয়েছে বন্ধ গেট খোলার দাবিতে ধাক্কাধাক্কি পর্যন্ত শুরু করেন অভিভাবকদের একাংশ।

অভিভাবকদের অভিযোগ, লকডাউনের কারণে স্কুল বন্ধ কিন্তু তা সত্ত্বেও স্কুলগুলি সব ফি নিচ্ছে। তাঁদের বক্তব্য, স্কুল বন্ধ থাকলেও অনলাইন ক্লাস হচ্ছে তাই টিউশন ফি তাঁরা দিতে রাজি আছে। কিন্তু অন্যান্য খাতে টাকা দিতে নারাজ তাঁরা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ। তাই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা।

Previous articleপুলিশকে তাড়া করে পাড়া ছাড়া করলেন কোভিড আক্রান্ত
Next articleদূরশিক্ষা নিয়ে নয়া নির্দেশিকা ইউজিসির