Sunday, August 24, 2025

চিনের নাম উচ্চারণ না করে লাদাখের মাটিতে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ আর হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই গায়ে জ্বালা ধরেছে বেজিং প্রশাসনের। সীমান্তে সেনার মনোবল বাড়াতে শুক্রবার আচমকা সফরে সিন্ধু নদের তীরে সমতল থেকে ১১ হাজার ফুট উচ্চতায় লাদাখের নিমুতে দাঁড়িয়ে চিনের চোখে চোখ রেখে যে ‘বার্তা’ দিয়েছেন মোদি, তার অভিঘাত সামলাতে এরপর বিভিন্ন সময়ে দফায় দফায় প্রতিক্রিয়া দিয়েছে শি জিনপিং প্রশাসন। করোনা আবহে এবং হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক মহলে এমনিতেই এখন কোণঠাসা চিন। তার উপর ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষ ইস্যুতেও বিশ্বের অধিকাংশ দেশ ভারতের পাশে। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদির আকস্মিক লাদাখ সফরে তেলেবেগুনে জ্বললেও আপাত সংযত প্রতিক্রিয়াই দেখাতে হচ্ছে বেজিংকে। তাদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট, ভারতের পদক্ষেপে বেজায় চাপে চিন।

লাদাখের মাটিতে মোদির গুরুত্বপূর্ণ বার্তা: এটা বিকাশবাদের জমানা, বিস্তারবাদের নয়। অতীতে যারা বিস্তারবাদের নীতি নিয়ে চলেছে তারা মানবতার বিরুদ্ধে কাজ করেছে এবং পরাজিত হয়েছে। আজকের দুনিয়া মানুষের বিকাশের কথা ভাবে। কিন্তু যারা বিকাশকে পিছনে ফেলে বিস্তারবাদের নীতিকে আঁকড়ে আছে তাদের পিছু হঠতে হবেই। তারা কিছুতেই জিততে পারবে না। নাম না করে দক্ষিণ এশিয়ায় চিনা কমিউনিস্ট পার্টির আগ্রাসন ও অাধিপত্যবাদের নীতিরই প্রবল সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এরপর চিনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেন, বারোটি দেশের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার মাধ্যমে চিন তার সীমান্ত চিহ্নিত করেছে। সীমান্ত ভূখণ্ডে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নীতি নিয়ে চলেছে। ফলে চিনকে আধিপত্যবাদের দৃষ্টিভঙ্গিতে বিচার করা ভিত্তিহীন ও অমূলক। এর ফলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জটিল হবে যা কাম্য নয়। এর আগে এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। এখন এমন কিছু করা ঠিক নয় যাতে উত্তেজনা বাড়ে। বোঝাই যাচ্ছে, মোদির সফর চিনকে কতটা অস্বস্তিতে ফেলেছে।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version