শুক্রবার সকালে আচমকা লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও সেনাপ্রধান নারভানে। লেহতে অবতরণের পর প্রথমে ১৫ জুনের সংঘর্ষে আহত জওয়ানদের দেখতে লেহর সামরিক হাসপাতালে যান। এরপর সীমান্ত পরিস্থিতি নিয়ে লাদাখের নিমুতে প্রধানমন্ত্রী কথা বলেন সেনাদের সঙ্গে। ছিলেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, স্থলসেনা ও বায়ুসেনার জওয়ানরা। সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে উজ্জীবিত জওয়ানরা সমস্বরে শ্লোগান তোলেন বন্দেমাতরম, ভারত মাতা কি জয়। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রীও তাঁদের সঙ্গে শুভেচ্ছার নমস্কার বিনিময় করেন।
