Monday, August 25, 2025

প্যাসেঞ্জার ট্রেন বেসরকারি হাতে, রেল দফতর ঘেরাওয়ের ডাক কর্মী সংগঠনের

Date:

১০৯টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাতেই ক্ষুব্ধ রেলকর্মীরা। শুক্রবার কলকাতায় পূর্ব রেলের সদর দফতর সহ চারটি ডিভিশনাল সদর কার্যালয় ও তিনটি ওয়ার্কশপের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবে পূর্ব রেলের মেনস ইউনিয়ন।

পূর্ব রেলের মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন, “১০৯টি রুট অতি লাভজনক। ট্রেনগুলিতে ২৪টি বগি থেকে কমিয়ে ১৬টি বগি করার জন্য ভাড়া দেড়গুণ হবে। ফলে সাধারণ যাত্রী সংখ্যা কমবে। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ট্রেন দেশে চলতে পারবে না। রাজধানী এক্সপ্রেস ১৩০ কিলোমিটার গতির ট্রেন। নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনের চলার সময় আগে ও পরে পনেরো মিনিট কোনও ট্রেন চলবে না। ভারতীয় রেলের সবকটি ট্রেন সময় মেনে চলতে পারবে না।”

রেলের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে টুইট করে হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন। প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। ইয়ার্ডে ট্রেন রক্ষণাবেক্ষণ থেকে ট্রেন চালক, গার্ড, ট্রাকম্যান কাজে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version