আমফান দুর্নীতি, কথা রাখেননি মুখ্যমন্ত্রী, সরব সুজন-মান্নান

আমফান দুর্নীতি নিয়ে ফের সরব বাম-কংগ্রেস। দুই দলেরই বক্তব্য সর্বদল সভায় যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা রক্ষা করা হচ্ছে না। এর অর্থ কী এই নয়, আমফান দুর্নীতির পান্ডারা ধরা পড়ুক, তা চান মুখ্যমন্ত্রী। সুজনের দাবি,

এক. আমফানে ত্রাণ যারা পাবেন, তাদের নাম বিডিও অফিসে ঝুলিয়ে দেওয়ার কথা। সে কাজ এখনও হয়নি।
দুই. যারা টাকা ফেরত দিতে চায় তাদের তালিকাও টাঙাতে হবে।
তিন. যারা বেআইনিভাবে টাকা নিয়ে এখন সাধু সাজার জন্য ফেরত দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে হবে।

Previous article“তোমার দিকে তাকিয়ে খুশি থাকতাম”, শেষ পোস্টে সুশান্ত’কে লিখেছিলেন সরোজ খান
Next articleঅতি ভারী: চান্দামারিতে ভাঙল সেতু, ডুবল ডাম্পার