Thursday, November 13, 2025

শিলিগুড়িতে করোনা রোধে জরুরি বৈঠক, ডাক না পেয়ে ক্ষুব্ধ গৌতম

Date:

করোনা সংক্রমণ বেড়েই চলেছে শিলিগুড়িতে। তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আর তাই শনিবার উত্তরকন্যায় জরুরি বৈঠক সারলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সুশান্ত রায়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম সহ অন্যান্যরা। বৈঠক শেষে ডাঃ সুশান্ত রায় জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু রুখতে এবার অতিরিক্ত ৪৪জন চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

কিন্তু সেই বৈঠকে ডাক পাননি পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। যদিও তাঁর শরীর খারাপ বলে ডাকা হয়নি বলে জানিয়েদেন সুশান্ত রায়। তিনি বলেন, “আমার কাছে খবর ওনার শরীর খারাপ।কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে। এর মধ্যে তিনি সর্দি কাশিতে ভুগছিলেন। তাই আর ডাকা হয়নি”। যদিও গৌতম দেবের বক্তব্য, “আমার ২০১৫সালে সার্জারি হয়েছে।আমার শরীর একদম ভালো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে গোটা উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন। আর যিনি চোখের ডাক্তার তিনি হার্টের অসুখও বুঝছেন এটা ভালো। আমার শরীর নিয়ে তাঁর না ভাবলেও হবে”।
তবে এই পরিস্থিতিতে দুজনের এই মতবিরোধ যথেষ্ট প্রশ্ন তুলে দিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে।
এই মুহূর্তে দার্জিলিং জেলা সমতল, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় চিন্তাজনক পরিস্থিতি। উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি। তাই সচেতন থাকতে হবে। এই কারণে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version