Thursday, August 28, 2025

শিলিগুড়িতে করোনা রোধে জরুরি বৈঠক, ডাক না পেয়ে ক্ষুব্ধ গৌতম

Date:

করোনা সংক্রমণ বেড়েই চলেছে শিলিগুড়িতে। তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। আর তাই শনিবার উত্তরকন্যায় জরুরি বৈঠক সারলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ সুশান্ত রায়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম সহ অন্যান্যরা। বৈঠক শেষে ডাঃ সুশান্ত রায় জানান, করোনা সংক্রমণ ও মৃত্যু রুখতে এবার অতিরিক্ত ৪৪জন চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

কিন্তু সেই বৈঠকে ডাক পাননি পর্যটন মন্ত্রী গৌতম দেব। আর তা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। যদিও তাঁর শরীর খারাপ বলে ডাকা হয়নি বলে জানিয়েদেন সুশান্ত রায়। তিনি বলেন, “আমার কাছে খবর ওনার শরীর খারাপ।কিছুদিন আগেই বাইপাস সার্জারি হয়েছে। এর মধ্যে তিনি সর্দি কাশিতে ভুগছিলেন। তাই আর ডাকা হয়নি”। যদিও গৌতম দেবের বক্তব্য, “আমার ২০১৫সালে সার্জারি হয়েছে।আমার শরীর একদম ভালো আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে গোটা উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছেন। আর যিনি চোখের ডাক্তার তিনি হার্টের অসুখও বুঝছেন এটা ভালো। আমার শরীর নিয়ে তাঁর না ভাবলেও হবে”।
তবে এই পরিস্থিতিতে দুজনের এই মতবিরোধ যথেষ্ট প্রশ্ন তুলে দিল চিকিৎসা ব্যবস্থা নিয়ে।
এই মুহূর্তে দার্জিলিং জেলা সমতল, মালদা ও উত্তর দিনাজপুর জেলায় চিন্তাজনক পরিস্থিতি। উপসর্গহীন রোগীর সংখ্যা বেশি। তাই সচেতন থাকতে হবে। এই কারণে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হচ্ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version