অ্যাপ তৈরিতে এবার আত্মনির্ভরতার ডাক, নতুন চ্যালেঞ্জ নরেন্দ্র মোদির

গালওয়ানে চিনা আগ্রাসনের কয়েকদিনের মধ্যে ৫৯ টি চিনা অ্যাপ বাতিল করে দিয়েছে কেন্দ্র।
কী ভাবে ডিজিটাল অ্যাপের প্রয়োজনীয়তা মেটানো হবে তাই নিয়ে যখন সন্দিহান দেশবাসী, পথ বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আত্মনির্ভরতা অর্জনের কথা আগেই বলেছিলেন তিনি। এবার সেই সুতোতেই গাঁথলেন তথ্যপ্রযুক্তি জগতের অনন্ত সম্ভাবনাকে। তথ্য প্রযুক্তির স্টার্টআপ সংস্থাগুলিকে অ্যাপ তৈরির চ্যালেঞ্জ দিলেন তিনি। “আত্মনির্ভর দেশ গড়ার জন্য কোডিং করা যাক।” এটি প্রধানমন্ত্রীর স্লোগান।

Previous articleঅসমের বন্যায় মৃত বেড়ে ৩৫, জলবন্দি ১৩ লক্ষেরও বেশি মানুষ
Next articleসদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ ৩০০ চিকিৎসক নিয়োগ রাজ্যে