Monday, November 10, 2025

পৌষমেলা করতে অপারগ, বসন্ত উৎসবও না করার সিদ্ধান্ত বিশ্বভারতীর

Date:

করোনা আবহে বাতিল হচ্ছে বিভিন্ন উৎসব-অনুষ্ঠান। সেই তালিকায় যোগ হল শান্তিনিকেতনের পৌষমেলা ও বসন্ত উৎসবের নামও। তবে এই অনুষ্ঠান বাতিলের কারণ শুধু করোনা নয়, গত বছরের পৌষমেলা পালন এবং তা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কারণেই এই সিদ্ধান্ত বলে বিশ্বভারতী সূত্রে খবর। শুক্রবার, শান্তিনিকেতনে রথীন্দ্র অতিথি নিবাসে বিশ্বভারতীর কর্ম সমিতির বৈঠক বসে। সেখানে পৌষমেলা নিয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় এবার পৌষমেলার আয়োজন করবে না বিশ্বভারতী। পরে বিশ্বভারতী জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার জানান, এবছর পৌষ মেলা শুধু নয় আগামী বছর বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী।

২০১৯ সালের পৌষমেলা তোলা নিয়ে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরোধ বাধে। এমনকী উপাচার্য-সহ পাঁচ বিশ্বভারতীর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা ও হয়। যে মামলায় ইতিমধ্যেই দুজন আধিকারিককে ডেকে দফায় দফায় দীর্ঘক্ষণ জেরা করে পুলিশ। বিশ্বভারতীর যুক্তি, আদালতের নির্দেশে চারদিনের পৌষ মেলা তুলতে গিয়ে মিথ্যে মামলায় অভিযুক্ত হতে হয়েছে উপাচার্য-সহ অন্যান্যদের। এই কারণে মেলা করবে না তারা। তবে  ৭ থেকে ৯ পৌষ উপাসনা, পরলোকগত আশ্রমিকদের স্মরণ, মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমাবর্তন এবং খ্রিষ্টোৎসবের মতো অনুষ্ঠানগুলি হবে।
একই সঙ্গে বিশ্বভারতী আয়োজিত বসন্ত উৎসব ও দোলের দিন না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্ম সমিতি। এবছর ও দোলের দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। পরে রাজ্য সরকার এগিয়ে আসায় সমস্যা সমাধান হয়। কিন্ত এদিন সিদ্ধান্ত হয় যে ২০১২ মার্চ মাসে দোলের দিন বসন্ত উৎসব করবে না বিশ্বভারতী।
এবিষয়ে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, “আমরা পৌষ মেলা করতে অপারক। কারন সুষঠ ভাবে পৌষ মেলা করতে গিয়ে যেভাবে বিশ্বভারতীর উপাচার্য সহ আধিকারিক দের মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাতে আজ কর্ম সমিতি সিদ্ধান্ত নিয়েছে পৌষমেলা করতে অপারক বিশ্বভারতী। একই সঙ্গে দোলের দিন বসন্ত উৎসবও করবে না বিশ্বভারতী। প্রয়োজনে একান্ত ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন হবে অন্যদিনে।

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version