ফের করোনার থাবা এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত তিন দিনে এই হাসপাতালে চিকিৎসক রোগী সহ আক্রান্তের সংখ্যা ছিল ৩২ জন। এবার একদিনে মোট ১৬ জন চিকিৎসক-অধ্যাপক ও রোগীদের শরীরে মিলল করোনাভাইরাস সংক্রমণ। এই কারণে বন্ধ হতে চলেছে হাসপাতালের একাংশ।

জানা গিয়েছে, মেডিসিন, সার্জারি, প্রসূতি বিভাগ, অর্থোপেডিক-সহ একাধিক ওয়ার্ডের রোগীরা সংক্রামিত হয়েছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। রোগীদের অন্যত্র পাঠানো হয়েছে।
