Friday, November 14, 2025

বাবা দেশের শীর্ষস্তরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দিল্লির ক্রিকেটের বিতর্কিত প্রশাসক ছিলেন৷

এবার বাবার পথ ধরেই মাঠ-রাজনীতিতে পা রাখছেন রোহন জেটলি, প্রয়াত অরুণ জেটলির পুত্র৷ শোনা যাচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA-এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন রোহন।
অরুণ জেটলি দিল্লি ক্রিকেট সংস্থায় ১০বছর সভাপতি ছিলেন৷ BCCI-এর সহ-সভাপতিও ছিলেন৷ যদিও DDCA-তে থাকাকালীন অরুণ জেটলির বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে, যা পরে প্রমাণিত হয়নি। জেটলির মৃত্যুর পর তাঁর নাম অনুসারে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণও করা হয়।
এবার রোহনও বাবার মতো দিল্লি ক্রিকেটের শীর্ষ পদে বসতে চাইছেন।
সূত্রের খবর, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA পরবর্তী নির্বাচনে সভাপতি পদের জন্য লড়তে চলেছেন রোহন। DDCA-এ এখনও অরুণ জেটলির বহু অনুগামী আছেন। তাঁরা চাইছেন রোহনই এবার সংস্থার হাল ধরুন। অরুণ জেটলির অনুগামীরাই রোহনকে রাজি করিয়েছেন DDCA-এর নির্বাচনে দাঁড়াতে। রোহন নিজেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “দিল্লির ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়াতে আমার কোনও আপত্তি নেই।” DDCA-এর কর্তারাও রোহনকে সমর্থন করেছেন। সংস্থার যুগ্ম-সচিব রঞ্জন মনচন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, DDCA এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহনের মতো কাউকেই এর নেতৃত্বে প্রয়োজন। অরুণ জেটলির ছেলে আগ্রহী হলে তিনি বিনা ভোটেই জিতবেন। DDCA সূত্রের খবর, সব ঠিক থাকলে রোহন জেটলির দিল্লির ক্রিকেট সংস্থার প্রধান হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version