Sunday, August 24, 2025

শাসকদলের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ তুলে বসে থাকা নয়। এবার আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে অভিনব পন্থা অবলম্বন করল রাজ্য বিজেপি। আমফানে প্রকৃত দুর্গত, কিন্তু এখনও ক্ষতিপূণ পাননি, তাঁদের জন্য নতুন একটি ওয়েব সাইট আনলো গেরুয়া শিবির। সেই ওয়েব সাইটের নামকরণ করা হয়েছে ”আমাদের দিলীপদা”। যেখানে গিয়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সমস্যার কথা জানাতে পারবেন দুর্গতরা।

নতুন এই ওয়েব সাইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা
এই ওয়েব সাইটে নাম নথিভুক্ত করবেন ক্ষতিগ্রস্থদের সেই নামের তালিকা আমরা কেন্দ্রকে পাঠাব। রাজ্য সরকার চাইলে তাদেরকেও দেওয়া হবে”।

রাজ্য বিজেপি সভাপতি আরও, “মুখ্যমন্ত্রী কমিটি করলেও কিছুই লাভ হয়নি। সঠিক করে সার্ভে হয়নি। এত গ্রাম, বিডিও কোথায় যাবেন? বিরোধীদের নিয়ে কাজ করলে এটা সম্ভব হত। তাই রাজ্য সরকার কী করবে সে দিকে না তাকিয়ে থেকে আমরা নিজেরাই ওয়েব সাইট বানিয়েছি। যেখানে প্রকৃত দুর্গত মানুষরা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন”।

এদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কড়া নির্দেশের পরই ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দল। শোকজ যেমন করা হচ্ছে, একইভাবে বহিষ্কারের পথেও হাঁটছে তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আবার এক ধাপ এগিয়ে জানিয়েছেন, শুধু শোকজ বা বহিষ্কারই নয়, প্রয়োজনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে।

দিলীপ ঘোষ অবশ্য তৃণমূলের এই পুরো বিষয়টিকেই কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “সবাইকে শাস্তি দিন। অনেককে বহিষ্কার করা হচ্ছে। আসলে এসবই নিজেরদের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য। কিন্তু মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না।”

দেখে নিন…

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version