Big Breaking: করোনার হানা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

এবার মারণ করোনাভাইরাস থাবা বসাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। করোনা আক্রান্ত গবেষণা বিভাগের এক কর্মী। যার জেরে ১২ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হলো বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগের এক কর্মী। এই অবস্থায় অন্য কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে অরবিন্দ ভবনে দ্রুত স্যানিটাইজেশনের কাজ শুরু করা হবে। জরুরি পরিষেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ বন্ধ থাকবে ১২ জুলাই পর্যন্ত।”

Previous articleমোদির ব্যর্থতা নিয়ে পড়বে ছাত্ররা, কটাক্ষ রাহুলের
Next articleনাবালিকাকে শারীরিক নির্যাতন করে খুন, “চেন কিলার”-কে ফাঁসির সাজা