করোনাকে ভয় পাবেন না, বার্তা করোনাজয়ী পুর প্রশাসকের

‌করোনাকে ভয় নয়। বরং মনোবল বাড়িয়ে সুস্থ হয়ে ওঠার বার্তা দিলেন করোনাজয়ী। করোনার সঙ্গে লড়াই করে শনিবার বাড়ি ফিরেছেন বারাসাতের পুর প্রশাসক। ৭০ বছর বয়সী সুনীল মুখোপাধ্যায়ের উপসর্গ ছিল না। তবে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ভর্তি করানো হয় বেলেঘাটা আইডি হাসপাতলে। তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেন তৃণমূলের নেতা–‌কর্মীরা। শনিবার বাড়ি ফিরে শুনি মুখোপাধ্যায় বলেন, “করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। সচেতনভাবে, স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ আটকানো সম্ভব। যদি কারোর করোনা রিপোর্ট পজিটিভ আসে তাহলেও ভয় পাবেন না। নিজের মনকে শক্ত করুন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন।”

Previous articleBig breaking : সেল্ফ অ্যাপ: নথিপত্র স্ক্যানে নতুন অ্যাপ আনল রাজ্য সরকার
Next articleচেন ম্যানের যাবজ্জীবন : ৫-৭ মিনিটে খুন, খুনের পর মৃতের সঙ্গে যৌন সঙ্গম!