শিলিগুড়ি পুরনিগমের অধীন ৯টি ওয়ার্ড কনটেমেন্ট জোন

শিলিগুড়ি পুরনিগমের অন্তর্ভুক্ত ৯টি ওয়ার্ডকে কনটেমেন্ট জোন হিসেবে ঘোষণা করল প্রশাসন। বুধবার, দার্জিলিং জেলা টাস্ক ফোর্সের বৈঠকের পর একথা জানান জেলাশাসক এস পুন্নমবলম। এদিন স্টেট গেস্ট হাউসে বৈঠক শেষ করে তিনি জানান, শিলিগুড়ি পুরনিগমের অধীন *দার্জিলিং জেলার ৩৩টি ওয়ার্ডের মধ্যে ২, ৪, ৫,২৮ ও ৪৬ নম্বর ওয়ার্ডে* বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে কড়া লকডাউন হবে।

জরুরি কাজ ছাড়া এই ওয়ার্ডগুলির বাসিন্দারা বৃহস্পতিবার বিকেলের পর থেকে বাড়ির বাইরে বের হতে পারবেন না।
বন্ধ থাকবে এলাকার সমস্ত অফিস, দোকান, বাজার।

পাশাপাশি, *জলপাইগুড়ি জেলার অন্তর্গত ১৪টি ওয়ার্ডের মধ্যে ৩৭, ৩৮, ৩৯ ও ৪৩ নম্বর ওয়ার্ড কনটেনমেন্ট জোন।*

শিলিগুড়ি পুরনিগম দুটো জেলা নিয়ে রয়েছে। তাই দুই জেলা থেকেই লকডাউনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন দুই জেলাশাসক।

Previous articleসব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে আক্রান্ত প্রায় ১ হাজার
Next articleবাতিল এশিয়া কাপ, ঘোষণা সৌরভের