সব রেকর্ড ভেঙে বাংলায় একদিনে আক্রান্ত প্রায় ১ হাজার

উদ্বেগ ক্রমশ বাড়ছে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যাই রোজ নতুন রেকর্ড গড়েছে বাংলা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে দিচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা কার্যত অকল্পনীয়।

রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ২৩ জন করোনা রোগী প্রাণ হারালেন। তার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২৭। একইসঙ্গে বাংলায় আরও ৯৮৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ মিলেছে। আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৮২৩। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭০৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫০১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,২৯১।

Previous articleপ্রতি বছর পুজোর মতো এটাও বারবার ফিরে ফিরে আসে! কেন বললেন সৌরভ?
Next articleশিলিগুড়ি পুরনিগমের অধীন ৯টি ওয়ার্ড কনটেমেন্ট জোন