Saturday, January 10, 2026

‘আনন্দবাজার’কে তুলোধনা করলেন মমতা

Date:

Share post:

রাজ্যে কংগ্রেস-সিপিএম-বিজেপি-এবিপি-র সঙ্গে লড়তে হচ্ছে। হাজরায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন সরাসরি আনন্দবাজার পত্রিকার নাম করে তিনি বলেন, “ইচ্ছাকৃতভাবে সরকার বিরোধী প্রচার চালাচ্ছে আনন্দবাজার”। মমতা বলেন, অনেক সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে মন্তব্য করে। আর কারও সম্পর্কে তিনি বলছেন না। সমালোচনা তিনি ভালোভাবেই নিতে পারেন। কিন্তু আনন্দবাজার ইচ্ছে করে প্রতিদিন একাধিক সরকার-বিরোধী খবর করছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নিজেরা অনিয়ম করছে আনন্দবাজার গোষ্ঠী”। প্রচুর সাংবাদিক, চিত্র সাংবাদিককে তারা এই পরিস্থিতির মধ্যেই ছাঁটাই করেছে। প্রচুর লোকের বেতন কমিয়ে দিয়েছে। “আর জেলার লোকেরা যে কি করে সে বিষয়ে আর নাইবা বললাম”- মন্তব্য মমতার।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নিজেদের সংবাদপত্র পরিচালনার ক্ষেত্রে গলদ রয়েছে আনন্দবাজারের। তিনি বলেন, লকডাউনের মধ্যে কোনও পুলিশ কর্মী বা রাজ্য সরকারি কর্মীর চাকরি যায়নি। অথচ আনন্দবাজারে প্রতিদিন ছাঁটাই হচ্ছে।
মুখ্যমন্ত্রী এইভাবে আনন্দবাজারকে আক্রমণ করায় মিডিয়ামহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একটি অংশের বক্তব্য, মমতা ঠিক করেছেন। সংবাদমাধ্যম বলে সমালোচনায় ছাড় পাবে কেন? অন্য অংশের বক্তব্য, এসব মমতার মরশুমি কথা। এই আনন্দবাজার গোষ্ঠীকেই বিপুল টাকার বিজ্ঞাপন দেন। এখন কিছু অপছন্দ হলেই এসব কথা। রাজ্য সরকার চ্যানেলগুলির মধ্যে অন লাইন ক্লাস আনন্দবাজার গোষ্ঠীর চ্যানেল দিয়েই শুরু করেছিল। তখনও ওই গোষ্ঠীতে ছাঁটাইপর্ব চলেছে। মমতা একটি শব্দও বলেননি। এখন কিছু অপছন্দের খবর বেরোতেই তাঁর এসব প্রতিক্রিয়া। অতীতেও এসব হয়েছে। নিজেই বলেছেন ওই চ্যানেল দেখবেন না। নিজেই তারপর গিয়ে বসেছেন। সিঙ্গুরেও একবার কাগজের সম্পাদকের নাম করে কামান দেগেছিলেন। পরে মিটমাট। পুরোটাই সুবিধা অনুযায়ী। এক নম্বর কাগজের গণ্ডির বাইরে থাকা মমতা ভাবতেও পারেন না। ফলে এরকম দু একটা ভাষণ শরতের মেঘের মত। আনন্দবাজারের মধ্যে অবশ্য চাপা আলোচনা করছে একাংশ যে, যিনি নিজেকে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি বলে জাহির করে সব খবরে ছড়ি ঘোরান, তিনি দিদিমণির এই রাগ সামলাতে পারলেন না কেন?

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...