বাতাসেও ছড়াতে পারে মারণ ভাইরাস! বিজ্ঞানীদের দাবি খতিয়ে দেখছে হু

বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। বিশ্বের ৩২টি দেশের ২৯৩ জন বিজ্ঞানী দাবি নিয়ে এবার চিন্তা ভাবনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন ধরে ড্রপলেট অর্থাৎ হাঁচি, কাশি, লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর কথা বলার পরে, মঙ্গলবার হু জানিয়েছে, এই ভাইরাস বায়ুবাহিত কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বের ৩২টি দেশের ২৯৩ জন বিজ্ঞানী দাবি করেন, হাওয়ায় ভেসে একটি ঘরের সমান দৈর্ঘ্য অতিক্রম করতে পারে এটি। সোমবার, হু কে একটি চিঠি দিয়ে বিজ্ঞানীরা জানান, এর সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা বেশ কিছুক্ষণ হাওয়ায় ভাসতে পারে। তাই হু-র স্বাস্থ্যবিধিতে বদল করা উচিত। বিজ্ঞানীদের দাবির বিষয়ে গবেষণা চালাচ্ছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধিতে বদল আনতে পারে তারা। কয়েক দিনের মধ্যে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হবে।

Previous articleফের পাহাড়ে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা
Next articleশিক্ষিকার সঙ্গে সমকামী সম্পর্ক! অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর