বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

মহামারি এবং আমফান মোকাবিলায় রাজ্যের কোষাগার প্রায় শূন্য। রাজ্যের তরফে বারবার এই কথা বলা হচ্ছে৷

ঠিক এই পরিস্থিতিতে বাংলার জন্য প্রায় ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্ত্রকের এক টুইট বার্তায় জানানো হয়েছে, দেশের ১৪টি রাজ্যের জন্য কেন্দ্র ৬,১৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এই তালিকায় বাংলাও আছে৷ বাংলার জন্য বরাদ্দ ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

মহামারি ও লকডাউনের কারনে রাজ্যগুলির আয় তলানিতে। আরও জটিল পরিস্থিতি বাংলায়। এ রাজ্যে মহামারির সঙ্গী আমফান। আমফানের তাণ্ডবে রাজ্যের একাধিক জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করে। কিন্তু সেটা যথেষ্ট নয় বলে বাড়তি অর্থ দাবি করেছে রাজ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ টুইট করে জানান, ‘করোনা পরিস্থিতির মোকাবিলায় এই অর্থ দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির মোকবিলায় এটা সহায়ক হবে।’ সেই প্যাকেজেই বাংলার প্রাপ্তি ৪১ হাজার ৭৭৫ লক্ষ টাকা।

Previous articleআন্দোলনের জের: ভাইরাস ছাড়া অন্য চিকিৎসার জন্যেও দরজা খুলল মেডিক্যালে
Next articleহঠাৎ চলে গেলেন সাংবাদিক সঞ্জয় সিংহ