হঠাৎ চলে গেলেন সাংবাদিক সঞ্জয় সিংহ

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহ। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই বাথরুমে গিয়েছিলেন। সেখানেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরিজনরা তাঁকে অ্যাম্বুল্যান্সে করে আরজিকর হাসপাতালে নিয়ে যান। যাওয়ার পথেই তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে গতকাল, বুধবারই বাড়ি ফেরেন। বয়স হয়েছিল ৬২বছর। রেখে গেলেন স্ত্রী ও কন্যাকে।

টাকি বয়েজ স্কুলের ছাত্র সঞ্জয়ের সাংবাদিকতা শুরু ‘পরিবর্তন’ সংবাদপত্র দিয়ে। পরে যোগদান ‘আজকাল’-এ। কাজ করেছিলেন ‘বর্তমান’ সংবাদপত্রেও। সেখান থেকে ‘আনন্দবাজার পত্রিকা’। অবসর গ্রহণ সেখান থেকেই। রাজনৈতিক বিটের সাংবাদিক ছিলেন সঞ্জয়। জাতীয়তাবাদী ও তৃণমূল কংগ্রেস বিট করতেন। তবে কর্মজীবনের শুরুতে পুলিশ বিটও করেছেন। অবসরের পর একটি বেসরকারি টিভি চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষকের চাকরি করতেন। বিভিন্ন সংবাদপত্রে লিখতেন। অল্প কথা বলতেন, নিচু স্বরে কথা বলতেন। দারুন আড্ডাবাজ। এবং অন্যকে নকল করার ব্যাপারেও তিনি দারুন জনপ্রিয় ছিলেন সহ-সাংবাদিকদের মধ্যে। রাজনৈতিক নেতারা পছন্দ করতেন সঞ্জয় সিংহকে। তাঁরাও শোকবার্তা পাঠাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় লিখেছেন:

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ৯৩/আইসিএ/এনবি
তারিখঃ ০৯/০৭/২০২০

*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*

বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় সিংহের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৫ বছর।

সঞ্জয়বাবু আজকাল, বর্তমান ও আনন্দবাজার পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।

তাঁর সঙ্গে আমার অনেকদিনের পরিচয় ও হৃদ্যতা ছিল।

তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে শূন্যতার সৃষ্টি হল।

আমি সঞ্জয় সিংহের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

*মমতা বন্দ্যোপাধ্যায়*

Previous articleবাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
Next articleভাইরাসের তাণ্ডব: আক্রান্তের সংখ্যা দেখে ১৫ লাখ কবর খোঁড়ার নির্দেশ!