ভাইরাসের তাণ্ডব: আক্রান্তের সংখ্যা দেখে ১৫ লাখ কবর খোঁড়ার নির্দেশ!

দিন দিন বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা । পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা কল্পনার বাইরে। আক্রান্তের সংখ্যা দেখেই কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। প্রস্তুতি নিতে তাই ১৫ লক্ষ কবর খোঁড়ার নির্দেশ দিল প্রশাসন ! হ্যাঁ এমনই হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ভাইরাসের বড়সড় হামলা। তাই প্রশাসনের এই প্রস্তুতি।

আলজাজিরা জানাচ্ছে, ভাইরাস সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আগাম ১৫ লক্ষ কবর খুঁড়ে রেখে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার। বিবিসি, রয়টার্সের খবরে বলা হয়েছে দেশটির গাওতেং প্রদেশেই এসব কবর খোঁড়া হচ্ছে। এই দেশের করোনার সবচেয়ে বড় হট স্পট হল গাওতেং।
ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট, দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৩ হাজার ৬০০ জনের অধিক।  বিবিসি জানাচ্ছে কোভিড-১৯ পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকায়। আক্রান্ত ও মৃতের সংখ্যায় আফ্রিকা মহাদেশে শীর্ষে আছে এই দেশ।

গাওতেং প্রদেশের কর্তৃপক্ষ অন্তত ১৫ লাখ কবর খোঁড়ার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে। কর্মকর্তারা বলছেন এটি রীতিমত অস্বস্তিকর একটি সিদ্ধান্ত। তবে সরকার চেষ্টা করছে করোনার বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে।

Previous articleহঠাৎ চলে গেলেন সাংবাদিক সঞ্জয় সিংহ
Next articleকেরলের এক গ্রামে সংক্রমণ রুখতে এবার নামলো কম্যান্ডো