দেউচা পাচামিতে জমি অধিগ্রহণে প্রশাসনিক মধ্যস্থতার উদ্যোগ

দেউচা পাচামিতে কয়লাখনির জন্য জমি অধিগ্রহণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবুজসংকেত পাওয়া গিয়েছে। কিন্তু জমিজট নিয়ে চিন্তায় প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে প্রশাসনিক প্রতিনিধিরা গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করবেন। থাকবেন জেলাশাসকও। জমি অধিগ্রহণের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তাঁরা।
গত অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামি কয়লাখনি চালু করার ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন জমি অধিগ্রহণে সমস্যা হবে না৷ সবাইকে পুনর্বাসন দেওয়া হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে রয়েছে অধিগ্রহণ জট।
জমির মালিকরা জানিয়ে দেন, পুনর্বাসন না দিলে প্রকল্প নয়। তাঁদের পাশে দাঁড়ায় সিটু৷ বাম শ্রমিক সংগঠনের দাবি, প্রকল্প এলাকায় ৩০ হাজার বাসিন্দার পুনর্বাসন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ফলে, পুনর্বাসন ছাড়া কোনও ভাবেই খনি করা যাবে না।
এদিকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, কয়লাখনির জমি অধিগ্রহণ নিয়ে কারও সাহস থাকলে বাধা দিয়ে দেখাক। এই পরিস্থিতিতে এবার প্রশাসনিক মধ্যস্থতায় জমি অধিগ্রহণের বিষয়টি সুষ্ঠু ভাবে সারতে চাইছে রাজ্য সরকার।

Previous articleভারত প্রতিভার পাওয়ার হাউস : ভার্চুয়াল কনফারেন্সে মোদি LIVE
Next articleছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা রাজ্যপালের