পড়ুয়াদের পাশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে সেই সব পড়ুয়াদের জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, দিনকয়েকের মধ্যেই সংসদের ওয়েবসাইটে দ্বাদশের গুরুত্বপূর্ণ বিষয়গুলির প্রশ্ন এবং উত্তর আপলোড করে দেওয়া হবে। অধ্যায় ধরে ধরে প্রশ্ন এবং উত্তর থাকবে। এর ফলে পড়ুয়াদের বুঝতে সুবিধা হবে। ক্লাস না হলেও পড়াশোনা চালু থাকবে। একটি হেল্প লাইন পরিষেবাও চালু করার কথাও ভাবছে সংসদ।

Previous articleকেন্দ্রের অনুমোদন পেয়ে এবার সম্পত্তি বিক্রি শুরু করছে রাষ্ট্রায়ত্ত BSNL  
Next articleবীরভূমে তৃণমূলের নতুন মুখ অনুব্রত-কন্যা! জল্পনা