সুশান্তের মৃত্যুতে করণ, সলমন, বনশালিদের বিরুদ্ধে মামলা খারিজ করল আদালত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে অভিনেতা সলমন খান এবং বলিউডের তিন প্রযোজক-পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি এবং একতা কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল । সেই মামলা খারিজ করে দিল বিহার আদালত।

অভিনেতার মৃত্যুর তিন দিনের মাথাতেই বিহারের মুজাফফর আদালতে মামলা দায়ের হয়েছিল সলমন, করণ, বনশালি এবং একতা কাপুরের বিরুদ্ধে। বলিউডের এই পাঁচ তারকার বিরুদ্ধে অভিযোগ, তাঁদের স্বজনপোষণনীতির করণেই সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। সুশান্তের হাত থেকে পরপর বলিউডের ৭টি বড় বাজেটের সিনেমার প্রস্তাব চলে গিয়েছিল। এই সব কাদের অঙ্গুলিহেলনে? অভিনেতার মৃত্যুর পর থেকেই এসব প্রশ্নে সরগরম নেটদুনিয়া। মুম্বই পুলিশের তরফে তদন্তের মাঝেই বিহারে মামলা দায়ের করেছিলেন স্থানীয় আইনজীবী সুধীর কুমার ওঝা। এবার মুজাফফরপুর আদালতের প্রধান বিচারপতি মুকেশ কুমারখারিজ করে দিলেন ওই মামলা।

Previous article“আসুন আপনাদের জন্য রেড কার্পেট পাতা”, বিশ্বের দরবারে বিনিয়োগকারীদের বার্তা মোদির
Next articleআবার ভূমিকম্প, আতঙ্ক বাড়ছেই