Saturday, August 23, 2025

সোনাপাচারকাণ্ডে প্রধানমন্ত্রীকে চিঠি বিজয়নের, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের আর্জি

Date:

সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে বেআইনিভাবে কয়েক কেজি সোনা পাচারের অভিযোগে তোলপাড় কেরালা। তিরুঅনন্তপুরম বিমানবন্দরে সোনা পাচারের এই ঘটনায় বিজেপি, কংগ্রেস-সহ রাজ্যের বিরোধীরা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এই পরিস্থিতিতে এবার এই ঘটনা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কেরালার মুখ্যমন্ত্রী। তাতে তিনি স্বত‍ঃপ্রণোদিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে লিখেছেন, যে কোনও কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে ঘটনার সবদিক তদন্ত করা হোক। রাজ্য সরকার সবরকম সাহায্য করবে। চিঠিতে বিজয়ন লিখেছেন, কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সোনা পাচারের ঘটনা অত্যন্ত গুরুতর। দেশের অর্থনীতিতেও এর বিরাট প্রভাব পড়বে। এই ঘটনা সবদিক তদন্ত করে দেখা হোক। রাজ্য সরকারের কিছু গোপন করার নেই।

প্রসঙ্গত,গত ৪ জুলাই কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে এসে পৌঁছেছিল ৩০ কেজি সোনা। সংযুক্ত আরব আমিরশাহির কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ওই সোনা আনা হয়েছিল। বিজেপি সহ বাকি বিরোধীরা অভিযোগ করে কেরালার তথ্যপ্রযুক্তি সচিব এম শিবশংকর সোনা পাচারে যুক্ত। এলডিএফ সরকার তাঁকে আড়াল করতে চাইছে। শিবশংকর তথ্যপ্রযুক্তি দফতরের পাশাপাশি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সচিব হিসাবেও কাজ করতেন। ফলে বিরোধীদের অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর দফতরই সোনা পাচারে যুক্ত। রাজনৈতিক প্রচার শুরু হতেই তথ্যপ্রযুক্তি সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোনাপাচারকাণ্ডে ইতিমধ্যেই যথেষ্ট ধাক্কা খেয়েছে বিজয়ন সরকারের ভাবমূর্তি।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version