উত্তরাখণ্ডের নৈনিতালে হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস

শান্তিনিকেতনের পর এবার নৈনিতাল। উত্তরাখণ্ডের নৈনিতালে কবিগুরুর স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নৈনিতালের টেগোর টপে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঐতিহ্যশালী এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনও শাখা এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রের ছাত্র-ছাত্রীদের এখানে পঠনপাঠনের সুযোগও অনেক বাড়বে। উত্তরাখণ্ডে এখন একটিই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। নৈনিতালে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস হলে সংখ্যাটি বাড়বে।

নৈনিতালকে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য বেছে নেওয়ার কারণ হল এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি গভীরভাবে জড়িয়ে। তাঁর অবসরযাপন ও সৃষ্টিশীল কাজের সাক্ষী যে বাড়িটি, সেটি এখনও অাছে এই শৈলশহরে। শতবর্ষেরও আগে এই নৈনিতালের বাড়িতে বসেই গীতাঞ্জলির একাংশ রচনা করেন বিশ্বকবি। টেগোর টপ নামে খ্যাত সেই জায়গাটিই এবার যুক্ত হতে চলেছে বিশ্বভারতীর নবনির্মাণের সঙ্গে।

 

Previous articleমোদি-অমিত জুটির বিকল্প না দেখালে বিরোধীরা অথৈ জলেই
Next articleধর্মের উল্লেখ থাকবে না শংসাপত্রে, দীর্ঘ লড়াইয়ের ফল পেলেন বাবা