জাতীয় তিন বিমা সংস্থার সংযুক্তিকরণ আপাতত হচ্ছে না

তিনটি রুগ্ন রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থার সংযুক্তিকরণ প্রক্রিয়া বন্ধ রাখছে কেন্দ্র। তার বদলে সংস্থাগুলিতে পুঁজি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে তারা মুনাফা বাড়াতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিমা সংস্থাগুলির জন্য ১২৪৫০ কোটি টাকা অনুমোদন করেছে। এই তিন রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা হল দিল্লির ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানি, কলকাতার ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি এবং চেন্নাইয়ের ইউনাইটেড ইনসিওরেন্স কোম্পানি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, ন্যাশনাল ইনসিওরেন্সের অথোরাইজড ক্যাপিটাল বাড়িয়ে ৭৫০০ কোটি টাকা এবং ইউনাইটেড ইনসিওরেন্সের অথোরাইজড ক্যাপিটাল বাড়িয়ে ৫০০০ কোটি টাকা করা হবে, যাতে পুঁজি ঢোকানোর ব্যবস্থা করা যায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা সংকটের সময় সংযুক্তিকরণের কাজ করা কঠিন।সংযুক্তিকরণের উদ্দেশ্য বাজারে শেয়ার বিক্রি, যা এই পরিস্থিতিতে খুব একটা সহজ নয়। ফলে এইসময় সংযুক্তিকরণ অর্থহীন।

 

Previous articleলকডাউনের জের, গর্ভপাতে ব্যর্থ প্রায় ১৯ লক্ষ মহিলা
Next articleপ্রয়াত ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল