Saturday, December 20, 2025

বিকাশ এনকাউন্টারে যে প্রশ্নগুলো সামনে আসছে…

Date:

Share post:

হায়দরাবাদের ধর্ষণকাণ্ডে চার অপরাধীকে ঠিক এভাবেই পুলিশ এনকাউন্টার মেরেছিল। ঘৃণ্য অপরাধ ধর্ষণ করে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের কারণে অপরাধীদের বিরুদ্ধে জনমত ছিল। তাই জনমত গড়ে ওঠেনি। এনকাউন্টারের ঘটনার পিছনে একই তথ্য উঠে এসেছে।এক্ষেত্রেও অভিযোগ, সাজানো চিত্রনাট্যের।

আসলে বিকাশ যে শুধু গ্যাংস্টার ছিল তাই নয় রাজনীতিও করতো। একসময় বিজেপি, এখন সমাজবাদী পার্টি। ফলে রাজনৈতিক মহলে তার যথেষ্ট প্রতিপত্তি। ৬৪টি মামলা থাকলেও তাকে টিকি কেউ ছুঁতে পারেনি। দু’একবার গ্রেফতার হয়েছে, হিন্দি সিনেমার মতো তাকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে। শোনা যায় কানপুরের ২০০ পুলিশ তার ইনফর্মার ছিল। ফলে কোনও অপরেশনে যাওয়ার আগেই। খবর পেয়ে যেত।

বিকাশ হত্যাকারী, কঠোর শাস্তি তার প্রাপ্য। কিন্তু বিকাশকে যারা তৈরি করেছিল, কাজে লাগাত, তাদের মুখোশ খোলার আগেই ভবলীলা সাঙ্গ। ফলে চক্রান্তের অভিযোগ যথার্থ। প্রশ্ন উঠেছে…

১. ভিআইপি কয়েদি। সব গাড়ি অক্ষত ছিল। শুধু বিকাশের গাড়িই ওল্টালো?

২. স্কোরপিও ওল্টানোয় পুলিশ কর্মী আহত হয়েছিলেন। তিনি কোথায়? তাঁকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো না!

৩. পুলিশের অস্ত্র ছিনিয়ে পালাতে গিয়েছিল নাকি বিকাশ। তাই যদি হয়, তাকে আটকানোর জন্য চারটে গুলি খরচ করতে হলো? আর সবকটা লাগলো বুকে! একটাও তার হাতে বা পায়ে নয় কেন?

৪. উজ্জয়িনী থেকে কানপুর আনতে রাতে কেন বেরনো হয়েছিল? দিনের বেলায় কেন নয়?

৫. যে মিডিয়া রাতে পুলিশের কনভয়ের সঙ্গে বেরিয়েছিল, তাদের কেন টোল প্লাজায় আটকানো হলো? কেন চেকিংয়ের নামে সময় নষ্ট করে এনকাউন্টারের সময় দেওয়া হলো। এবং আটকানোর আধ ঘন্টার মধ্যে এনকাউন্টার।

৬. সেই পুরনো চিত্রনাট্য। গাড়ি উল্টে গিয়েছিল। পুলিশ আহত হয়। কিন্তু বিকাশ আহতই হলো না! এমন চাঙ্গা ছিল যে সে রিভলভার কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালাচ্ছিল? গাড়ি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে কী করে বেরনো সম্ভব? আগে পিছনে থাকা পুলিশ কী করছিল? পালিয়ে কোথায় যাবে? হাই ওয়ের দু’পাশ তো প্রায় ফাঁকা!

৭. লক্ষ্যণীয়, যেভাবে এনকাউন্টারে বিকাশের তিন সঙ্গীকে মারা হয়, সেভাবে বিকাশকেও। এবার কি বিকাশের স্ত্রী ও ছেলের পালা?

spot_img

Related articles

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের...

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...

শিক্ষকই যখন ছাত্র! বিশ্বমানের ট্রেনিংয়ে আরও দক্ষ জর্জ টেলিগ্রাফের শিক্ষকরা

এক হাতে চক-ডাস্টার, অন্য হাতে গ্লোবাল স্কিল! বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের পুরোপুরি ‘আপগ্রেড’ করে...

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...