বিকাশ এনকাউন্টার: রাজনৈতিক মহলে ঝড়

মধ্যপ্রদেশের উজ্জয়নী মন্দিরে গ্রেফতার হওয়ার পর কানপুরে আনা হচ্ছিল গ্যাংস্টার বিকাশ দুবেকে। কিন্তু কানপুর পৌঁছানোর আগেই শুক্রবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল বিকাশ । যে সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনকাউন্টারে গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা।

প্রিয়াঙ্কা গান্ধী ভদরা (পূর্ব উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক): ‘অপরাধী শেষ হয়ে গেল। অপরাধ ও তার মদতদাতা যারা তাদের কী হবে?’

অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি নেতা) : ট্যুইটে তিনি লিখেছেন, ‘আসলে, গাড়িটা উলটে যায়নি। গোপন সত্যিটা প্রকাশ্যে বেরিয়ে এলে উত্তরপ্রদেশ সরকার উলটে যেত, সেটা থেকে তারা রক্ষা পেয়েছে।’

দিগ্বিজয় সিং ( কংগ্রেস নেতা): ট্যুইটে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘যেটা নিয়ে আশঙ্কা ছিল, সেটাই হল। বিকাশ দুবের সঙ্গে কোন কোন রাজনীতিক এবং পুলিশের অন্যান্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল, তা আর জানা যাবে না। গত ২-৩ দিনে বিকাশ দুবের দুই সঙ্গীকেও এনকাউন্টারে খতম করা হয়েছে। কিন্তু তিন এনকাউন্টারের প্যাটার্নই একই ধরনের কী ভাবে হল?’

প্রিয়াঙ্কা চতুর্বেদী (শিবসেনার সাংসদ): “বিকাশের মৃত্যুতে বাঁশও থাকল না, আর বাঁশিও বাজবে না।” এই রকমই নানা মতামত উঠে এসেছে রাজনৈতিক মহলে।

 

Previous articleএশিয়ার সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনে মোদি
Next articleবিকাশ এনকাউন্টারে যে প্রশ্নগুলো সামনে আসছে…